ভারতের রাজধানী নয়াদিল্লিতে দিনেদুপুরে প্রকাশ্যে সন্তানদের সামনে তার মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ঘাতক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে দিল্লির দক্ষিণ-পশ্চিমে নৃশংস এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ঘটনার দিন দুপুরে সাগরপুর পুলিশ স্টেশনে একটি ফোন আসে। ফোন করে জানানো হয়, সড়কের মধ্যে এক নারীকে কোপানো হয়েছে। পুলিশ ফোন পাওয়ার পর দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। এরপর গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজের বরাতে পুলিশ আরও জানায়, ওই নারী তার সন্তানদের নিয়ে বাসায় ফিরছিলেন। এমন সময় ঘাতক দৌড়ে এসে তাকে ছুরিকাঘাত করে। পরে দুপুর ২টা ১০মিনিট নাগাদ ঘাতক এ ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘাতক ও নিহত নারী আগে পরস্পর প্রতিবেশী ছিলেন। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ইতোমধ্যে সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।